মহাদেবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

0 ৭০

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার চেরাগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশনের ইএআরএল প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মোঃ আনিছুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার শিল্পী চক্রবর্তী, শ্রী জয়দেব চন্দ্র প্রমুখ।

আলোচনা সভার আগে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চেরাগপুর ইউনিয়ন চত্বরে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.