মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে হরিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩, মহাদেবপুর- বদলগাছী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আসফ কবির চৌধুরী শত।
মদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস মৃধার সভাপতিত্বে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মো. এনামুল হক, সহকারি শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, এইচ এম সালাউদ্দিন রনি, মো. হাফিজুর রহমান হাফিজ, লুৎফর রহমান, জাকির হোসেনসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।