মহাদেবপুরে মুক্তিযোদ্ধার খড়েরপালায় আগুন, থানায় অভিযোগ

0 ৯৭

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধার খড়ের পালায় আগুন দিয়ে ২ লক্ষ টাকার খড় ও কাঠ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাগরইল গ্রামের মুক্তিযোদ্ধা আক্কাস আলী শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে সাগরইল গ্রামের মৃত আমির চাঁন মন্ডলের ছেলে তোফাজ্জল হোসেন, জসীম উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদ, আশরাফ আলীর ছেলে দেলোয়ার হোসেন, মৃত আইজুলের ছেলে আব্বাস আলী, মৃত নসখর আলীর ছেলে ইউনুস আলী বুলু, মৃত তমিজ উদ্দীনের ছেলে মোজারুল, মো. বাবুর ছেলে আঃ সালাম, মৃত আকবরের ছেলে কামরুল ইসলাম, মৃত নুর মোহাম্মদের ছেলে মো. গোলাম, মৃত মোবারকের ছেলে শহিদুল ইসলামসহ আরো ৭ থেকে ৮ জন জুম্মার নামাজ শুরুর পূর্ব মুহুর্তে আক্কাস আলীর বাড়ির খলিয়ানে রাখা তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়।

এতে তার ২০ বিঘা জমির খড়, বিভিন্ন প্রজাতির কাঠ ও জীবন্ত গাছ পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আক্কাস চিৎকার শুরু করলেও নামাযের সময় হওয়ায় তাৎক্ষনিক কোন লোক এগিয়ে আসেনি। নামায শেষে মসজিদ থেকে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.