মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের মহিষবাথান বামনদহ বিলটি জনসাধারণের ব্যবহার্য জলাশয় হিসেবেই ব্যবহার হচ্ছে এমন দাবী করে বুধবার দুপুরে পাল্টা মানববন্ধন করেছেন মহিষবাথান জেলেপাড়ার কয়েকশ মৎস্যজীবী পরিবারের লোকজনসহ মহিষবাথান বামনদহ গ্রামের লোকজন।
মানববন্ধনে তারা বলেন, বাবলু শেখ, আব্দুস সালাম টিক্কা, নিতাই কুন্ডু ও ফজলু নামের চারজন ব্যক্তির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে ১৪ একরের খাস এ বিলটি অবৈধভাবে দখল করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তারা মাছচাষের সাথে যুক্ত হওয়ায় তাদের সহযোগীতা নিয়ে মহিষবাথান জেলেপাড়ার মৎস্যজীবীরাসহ মহিষবাথান ও বামনদহ গ্রামের ৪ থেকে ৫ পরিবার ওই বিলটিতে মাছ চাষ করে আসছেন।
এছাড়াও বিলটিতে মসজিদ ও বিভিন্ন ব্যক্তি মালিকানা জমি থাকায় আয়ের একটি অংশ তাদেরকেও দেয়া হয়। তাছাড়াও সেখান থেকে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা করা হয়। তারা দাবী করে বলেন, কয়েকদিন আগে একটি কুচক্রী মহল মহিষবাথান বামনদহ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পত্রিকায় মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকৃতপক্ষে বাপ-দাদার আমল থেকেই স্থানীয় মৎস্যজীবীরাসহ গ্রামবাসীরা বিলটি ব্যবহার করে আসছেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সিরাতুন নবী, সৃষ্টি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. ছাদেকুল ইসলাম সুইট, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সামসুর রহমান, মহিষবাথান জেলে পাড়ার মৎস্যজীবী মো. রফিজ উদ্দীন মন্ডল, মো. সৌরাফ আলী, মো. দুলাল হোসেন, মোছা. পারুল প্রমূখ।