মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সদর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু। গতকাল বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মো: এমদাদুল হককে পরাজিত করে মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু চতুর্থবারের মত সভাপতি নির্বাচিত হলেন। এর আগেও তিনি তিন বার ওই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন।