মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

0 ১৬৬

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাজশাহী কলেজের শহীদ মিনারে ব্যাংকের কর্মকর্তা -কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক।

পুষ্পস্তবক অর্পণের পূর্বে কর্মকর্তা-কর্মচারীগণ সাহেব বাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে র‌্যালি সহকারে রাজশাহী কলেজ শহীদ মিনারে উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব,প্রধান কার্যালয়ের নিরীক্ষা,হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন,প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম,রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম,

প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,প্রশিক্ষণ ইনস্টিটিউট,স্থানীয় মুখ্য কার্যালয়,রাজশাহী বিভাগীয় কার্যালয়,বিভাগীয় নিরীক্ষা কার্যালয়,জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়,রাজশাহী এবং এসইসিপি, রাজশাহীসহ রাজশাহী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একই সময়ে রাকাব কর্মচারী সংসদ (সিবিএ),অফিসার্স এ্যাসোসিয়েশন,অফিসার্স ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.