মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৩ পাইলটের
ক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর তিন পাইলট ও একজন আহত হয়েছে। সংঘর্ষে জড়ানো হেলিকপ্টার দুটি প্রশিক্ষণে ব্যবহৃত হতো বলে জানা গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
মার্কিন সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার আলাস্কার মাঝ আকাশে দুটি প্রশিক্ষণ হেলিকপ্টার সংঘর্ষে জড়ায়। প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফিরছিল হেলিকপ্টার দুটি। সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর দুজন পাইলট ঘটনাস্থলেই মারা যায়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে মারা যায়। আর গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা বাকিজন আলাস্কার ফেয়ারব্যাংক মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় তদন্ত করা হবে জানিয়ে ডিভিশন বলছে, আলাবামা কেন্দ্রিক আর্মি কমব্যাট সেন্টার এর তদন্ত করবে।
যুক্তরাষ্ট্রে গত মাসে কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় দেশটির সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছিল।