মাটির দেয়াল ধ্বসে যুবকের মর্মান্তিক মৃত্যু! 

২৬৬
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারের অদূরবর্তী পত্নীতলায় দেয়াল ধ্বসে শীতেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার ফোকন্দা পূর্বপাড়া গ্রামে।  শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পত্নীতলা উপজেলার ফোকন্দা গ্রামে মাটির দেয়াল ধ্বসে শীতেনের মৃত্যু ঘটে।
স্থানীয় লোকজন জানান, মহাদেবপুর উপজেলার হাতুড় শালবাড়ী গ্রামের বিনিরামের ছেলে শীতেন পত্নীতলা উপজেলার ফোকন্দা পূর্বপাড়া গ্রামে  তার মামাতো ভগ্নিপতি সমরের বাড়ীতে মাটির বাড়ী ভেঙ্গে ইটের বাড়ীর কাজ করতে আসেন।  এসময় বাড়ীর মাটির প্রাচীর ভাঙতে গিয়ে দেয়াল ধ্বসে মাটির নিচে চাপা পড়লে তার মাথার ডান সাইড ও চোখ থেঁতলে যায়।
সেই সাথে তার বাম পা ভেঙে যায়।  ঘটনাস্থল হতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
বিষয়টি নিয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments are closed.