মাঠে আমারই যেতে হবে : জায়েদ খান
ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার ব্যাট হাতে প্রোটিয়ারা রানের বন্যা দেখিয়েছে। আর তাদের রান টপকাতে গিয়ে সব উইকেট হারিয়ে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দলের হয়ে এক প্রান্তে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ লড়েছেন। সেইসঙ্গে সেঞ্চুরিও করেছেন তিনি।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট দলকে ইঙ্গিত করে ক্রিকেট দলের জার্সি পরা চারটি ছবি দিয়ে জায়েদ লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে।’
জায়েদ খানের এই পোস্টে নেটিজেনরা কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজা করছেন। সাজ্জাদ খান নামে একজন কমেন্ট করেছেন, ‘আপনিতো ভালোই খেলেন, অন্তত এক বলে আউট হবেন না।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে ছাড়া সেমিতে উঠার কোনো সম্ভাবনা নাই!’