রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা এগারো’টায় মহানগরীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় মাদক থেকে দূরে রাখতে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন রাসিক মেয়র।
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্র সভাপতিত্বে কর্মশালায় স্বরাট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ মোকাব্বির হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন।
মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সবুর মন্ডল কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন।
সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
Comments are closed.