নওগাঁ প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রণীত সমন্বিত পরিকল্পনার খসড়া চুড়ান্তকরণ ও নওগাঁ জেলায় সফল বাস্তবায়নের লক্ষে নওগাঁয় কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা হলরুমে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সরাষ্ট্রমন্ত্রলয়ের সুরক্ষাসেরা বিভাগের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহযোগীতায় কর্মশালার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায় এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারে উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ১৪ বিজিবির পতিনিধি মেজর মোসলেম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন প্রমুখ।
কর্মশালায় ১১টি উপজেলা ৫ জন করে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং জেলার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।
Comments are closed.