মাদারীপুর জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১,৪৯৯
মাদারীপুর প্রতিনিধি: গতকাল মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট,  ড রহিমা খাতুনের আমন্ত্রণে  মাদারীপুর জেলার তিনটি আসনের সংসদ সদস্য – মাদারীপুর- ১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের চীফ হুইপ, নুরে আলম লিটন চৌধুরী এমিপ। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা,  শাজাহান খান এমপি।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।  ও মাদারীপুর জেলা প্রশাসক, ড. রহিমা খাতুন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন মাদারীপুর এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল, জেলা প্রশাসকের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতারের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা সহ দেশবাসীর উদ্দেশ্যে দোয়া শেষে মোনাজাত করা হয়। এরপর এক আড়ম্বরপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল শেষ হয়।

Comments are closed.