মাধুরীর এই শাড়ি কিনতে পকেট খালি হয়ে যাবে!

২১১
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ছবি : ইনস্টাগ্রাম থেকে

চলমান নাচভিত্তিক রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানের তৃতীয় মৌসুমে বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত পোশাকে চমক দেখাচ্ছেন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুঁ মারলেই কিছুটা আঁচ করতে পারবেন। প্রতিবারই নতুন রূপে আবির্ভূত হচ্ছেন মাধুরী।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি মাধুরী দীক্ষিত এমন শাড়ি পরেছেন, যা বিয়ে বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরার মতো। গর্জিয়াস রয়েল ব্লু ফ্লোরাল শাড়ি, রয়েছে হাতে করা এমব্রয়ডারি, ফুলেল ব্লাউজ পরেছেন মাধুরী, যা অনুরাগীদের দৃষ্টি কেড়েছে।

এ শাড়ি রাহুল মিশ্রের কালেকশন থেকে নেওয়া। সাজ সেরেছেন কানের দুল ও হালকা মেকআপে। এ সাজে দারুণ লাগছে মাধুরীকে।

সে যা হোক, আপনি কি জানেন এই শাড়ির দাম কত? যে দাম, তা দিয়ে লেটেস্ট আইফোন কেনা যাবে অথবা পুরো পকেটই খালি হয়ে যাবে। হ্যাঁ, শাড়িটির দাম এক লাখ ৭৯ হাজার রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ টাকার বেশি।

ড্যান্স দিওয়ানের অন্যতম বিচারক মাধুরী দীক্ষিত। অপর দুজন বিচারক হলেন তুষার কালিয়া ও ধর্মেশ।

Comments are closed.