মানজুকিচের নৈপুণ্যে জুভেন্টাসের জয়
স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠে শুক্রবার রাতে সেরি আয় ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ।
প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলে দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ।
অবশেষে খেলার ৬৬তম মিনিটে বাঁ দিক থেকে জোয়াও কানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে জোরালো হেডে জুভেন্টাসকে এগিয়ে দেন ক্রোয়াট ফরোয়ার্ড মারিও মানজুকিচ।
ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ চালালেও জুভেন্টাসের রক্ষণ ভাঙতে পারেনি ইন্টার মিলান।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/