মান্দায়  বসতভিটা   রক্ষার্থে ভিপি সম্পত্তির  মালিকানা পরিবর্তনের দাবি

0 ২৫৯

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বসতভিটা রক্ষার্থে ভিপি সম্পত্তির  মালিকানা পরিবর্তনের দাবি  জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন বিমল চন্দ্র কুন্ড নামে এক অসহায় ব্যাক্তি। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের মৃত কৃষ্ণ কমল কুন্ডুর ছেলে।

ভূক্তভোগী বিমল চন্দ্র কুন্ড জানান, দেলুয়াবাড়ী মৌজার এসএ-৩৩৫, হাল-৮৯,৯০ নং খতিয়ানের এসএ ১০৫০, হাল-১৩৫৫ দাগের ১০ শতাংশ জমির কাতে ৩ শতাংশ এবং ১৪৪৮ দাগে ১৪ শতাংশ জমির মধ্যে ৯ শতাংশের কাতে ২ শতাংশ মোট ৫ শতাংশ সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তি। উক্ত সম্পত্তি এসএ খতিয়ান তার বাবার ৩ ভাইয়ের নামে রেকর্ডভূক্ত হয়।

অতঃপর হৃদয় কমল কুন্ডু নামে তার এক কাকা  ভারতে অবস্থান করায় তার কাকার নিজ নামীয় অংশ আরএস খতিয়ানে ভারত পক্ষে কাষ্টোডিয়ান ল্যান্ডস এন্ড বিল্ডিংস নামে রেকর্ড হয়। অতপর উক্ত সম্পত্তি গত ২৩/০৩/১৯৮২ ইং তারিখে ভিপি কেসের মাধ্যমে তার বড় ভাই নারায়ন চন্দ্র কুন্ডু দিং, পিতা- মৃত কৃষ্ণ কমল কুন্ডু, পিতার অবর্তমানে সংসারের দায়ভার পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়,মান্দা হতে তাহার নামে ভিপি কেসে পাশ করে নেয়।

তার দাবি যে, উক্ত সম্পত্তি ভিপি কেসের মাধ্যমে বড় ভাই নারায়ণ কুন্ডুর নামে পাশ করিয়া নেওয়ার পর হইতে তার অংশ মোতাবেক তিনি ছোট ভাই হিসেবে উক্ত সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। তার বড় ভাই জীবিত অবস্থায় ১৯৯৭ সালে শ্রী নারায়ন চন্দ্র কুন্ডু দিং নামে খাজনা পরিশোধ করা হয় কিন্তু তার বড় ভাই অফিসকে ভুল বুঝিয়ে ১৯৯৮ সালে নারায়ন চন্দ্র কুন্ডু দিং বাদ দিয়ে শুধু নারায়ন চন্দ্র কুন্ডু নামে খাজনা পরিশোধ করেন।

তার বড় ভাই গত ১৪/০৯/২০২০ ইং তারিখে মৃত্যুবরণ করায় বড় ভাইয়ের নাম পরিবর্তন করে উক্ত কেসে তার নাম অন্তর্ভুক্ত করা একান্ত আবশ্যক। তার বড় ভাই জীবিত থাকা অবস্থায় তিনি উক্ত সম্পত্তিতে বসতবাড়ী নির্মাণ করে অদ্যবধি শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন।

এমতাবস্থায় ভিপি কেসের মালিক তার বড় ভাই নারায়ন চন্দ্র কুন্ডুর নাম পরিবর্তন করে ভোগ দখলকারী ছোট ভাই হিসেবে তার নাম শ্রী বিমল চন্দ্র কুন্ডু নাম প্রতিস্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।

এব্যাপারে জানার জন্য মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)    জাকির মুন্সির মোবাইল ফোনে একাধিকবার  ফোন দিয়ে তার ফোনটি বন্ধ পাওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায় নি।

Leave A Reply

Your email address will not be published.