মান্দায় ভটভটির ধাক্কায় বাইক আরোহী নিহত

0 ২০৪
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল গণি (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার  বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় শাপলা ফিলিং স্টেশনের সামনে এ দুঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের বাসিন্দা। আহত সালমান হোসেন (১৮) একই এলাকার নাসির শেখের ছেলে।
পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্র জানায় নিহত আব্দুল গণি ও সালমান হোসেন একটি মোটরসাইকেলে ফেরিঘাট পার হয়ে দ্রুতগতিতে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে উল্লেখিত এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আব্দুল গণি নিহত হন। আহত সালমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মান্দা থানার উপপরিদর্শক ফজলে ইলাহী বলেন আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.