মামলার আসামি হলেন যুবরাজ সিং

0 ৪৩৯

জাতপাত নিয়ে মন্তব্য করে মামলার আসামি হলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এ মামলা করেন বলে ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার হাঁসি থানায় যুবরাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভে যুক্ত হয়েছিলেন যুবরাজ সিং। অন্যান্য ক্রিকেটারদেরকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে দলিতদের অসম্মান করেন যুবরাজ। জাত-পাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন।

ক্ষমা চাইলেও সেই লাইভের প্রায় আট মাস পর মামলার কবলে পড়তে হলো তাকে। তবে এখনও মামলার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি যুবরাজ সিং।

Leave A Reply

Your email address will not be published.