মালদ্বীপে দেবকে কী প্রতিজ্ঞা দিলেন রুক্মিণী?

0 ৩৩৪
মালদ্বীপে দেব-রুক্মিণী। ছবি : ইন্সটাগ্রাম থেকে নেওয়া

টলিউড সুপারস্টার দেব কিছুদিন ধরেই নীল পানির দেশ মালদ্বীপে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিনিয়তই তিনি ছবি শেয়ার দিচ্ছেন। এ নিয়ে ভক্তদের মধ্যে গুঞ্জন ছিল যে, কাকে নিয়ে দেব মালদ্বীপে গিয়েছেন। অবশেষে তার অবসান ঘটল। মালদ্বীপে দেবের সঙ্গী ছিলেন রুক্মিণী। সিনেমার শ্যুটিং শেষে দুইজনেই বেড়িয়ে পড়েছেন ঘুরতে।

দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে এখনো অনেক জল্পনা-কল্পনা। এই তারকা দম্পতি কখনই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে এবার মালদ্বীপ ভ্রমনে গিয়ে দুইজনেই ছবি শেয়ার করলেন। ছবির ক্যাপশনও ছিল নজড়কাড়া মত।

পড়ন্ত বিকেলে সূর্যের আলো গায়ে মেখে দেবের হাত ধরে একটি সেতু পার হচ্ছিলেন এই অভিনেত্রী। যার ক্যাপশন ছিল ‘আনটিল নেক্সট টাইম’। যা কিনা এক ধরণের প্রতিজ্ঞা দেওয়ার মতই। যার অর্থ দাঁড়ায় পরবর্তী ভ্রমণ পর্যন্ত এটাই স্মৃতি হয়ে থাকল।

সামনেই রুক্মিণীকে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ সিনেমাতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রামকমল মুখোপাধ্যায়। দেবও প্রায় শেষ করে ফেলেছেন অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’ সিনেমার শুটিং। এ বছর পুজায় মুক্তি পাবে সিনেমাটি।

Leave A Reply

Your email address will not be published.