মিঠুন চক্রবর্তীর বৌমার নাচে দিশেহারা নেটজনতা

0 ৫৪৪
শ্বশুর মিঠুন চক্রবর্তীর সঙ্গে মাদালসা শর্মা। ছবি : সংগৃহীত

মিঠুন চক্রবর্তীর নাচ দেখেননি, দুই বাংলায় এমন মানুষ মেলা ভার। এবার তাঁর পুত্রবধূর নাচ প্রত্যক্ষ করল অন্তর্জালবাসী। সেদিন আর দূরে নয়, যেদিন ‘মাদালসা, নাচুন না’ বলে হৈরৈ করে উঠবেন নাচপিয়াসী জনতা।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ অভিনেত্রী মাদালসা শর্মার মা শীলা শর্মাও টেলিভিশনের পরিচিত মুখ। নাচ যেন তাঁদের গোটা পরিবারের অংশ। এবার মা-মেয়ে জমিয়ে নাচলেন। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই শোরগোল। উচ্ছ্বসিত নেটজনতা।

 

মার্কিন গায়ক জাস্টিন টিম্বারলেকের ‘সেক্সিব্যাক’ গানের তালে নাচেন মাদালসা ও শীলা। মা ও মেয়ের পরনে ছিল কালো পোশাক। পালা করে ক্যামেরার সামনে এসে অঙ্গভঙ্গি করেন তাঁরা।

 

‘পাওরি’ ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ভিডিওর ক্যাপশন লিখেছেন মাদালসা। লিখেছেন, ‘এই হলাম আমি, এই যে আমার মা, আর এই আমাদের নাচ পাওরি হচ্ছে।’

 

২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেন মাদালসা। সে সময় মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী। এ নিয়ে জটিলতার অন্ত ছিল না। কিন্তু কিছু দিনের মধ্যেই ঘটা করে বিয়ে করেন মাদালসা-মিমো।

 

Leave A Reply

Your email address will not be published.