মির্জা ফখরুলের মনের জোর কমে গেছে : ওবায়দুল কাদের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে বিএনপির এই নেতার গলার জোর বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনের জোর কমে গেছে। তবে, তার গলার জোর বেড়ে গেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে নতুন খেলা শুরু হয়েছে। এই খেলা চক্রান্তের খেলা, এই খেলা ষড়যন্ত্রের খেলা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি বুঝতে পারছে শেখ হাসিনার জয় অনিবার্য। আমাদের নেত্রী অত্যন্ত জনপ্রিয়। তাকে হারানো যাবে না। ফখরুল, সেই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি (তারেক রহমান) আজ বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই।’
বিএনপি মহাসচিব প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছেন এমনটি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় বেপরোয়া গাড়ি চালকের মতো। মির্জা ফখরুল বেপরোয়া চালক। তিনি পদযাত্রা করে যেভাবে পথ হারিয়ে চলছেন, তাতে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এটা নিয়েই দেশের মানুষ ভাবছে। রাজনীতি সড়ক দুর্ঘটনার মতো।’