মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছি, তাতে কার কী : শ্রুতি হাসান
মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারি। নিজেকে সুন্দর দেখানোর জন্য সে কী না করে! সেই দিক থেকে গ্ল্যামার দুনিয়ার মানুষেরা নিজের সৌন্দর্য নিয়ে আরও বেশি সচেতন। পর্দায় নিজেকে আরও সুন্দর করে মেলে ধরতে তারা সাধারণের থেকে কয়েক ধাপ এগিয়ে। এমনকি প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের নকশা পর্যন্ত বদলে ফেলেছেন একঝাঁক তারকা অভিনেত্রী। গ্ল্যামারকন্যা শ্রুতি হাসানও প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
বছর দুয়েক আগে নাক ও ঠোঁটে প্লাস্টিক সার্জারি করান শ্রুতি। সে সময় থেকেই তাকে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে। এক সাক্ষাৎকারে নায়িকা জানান, ‘আমি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছি, এ কথা স্বীকার করতে লজ্জা পাই না। সার্জারি করিয়ে আমি খুশি। আমি দেহ ও মনের গতিবিধির স্বাচ্ছন্দ্য পছন্দ করি।’
শ্রুতির মতে, কারও যদি ইচ্ছা করে নিজেকে বেশি ভালোবাসবেন অথবা যেমন আছেন তেমনই থাকবেন- এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ইচ্ছা। আমার জীবন, আমার মুখ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি- এতে কার কী বলার থাকতে পারে।
কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালোবাসা ছড়িয়ে দিন, কুৎসা নয়। আমি প্রতিদিন নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ, আমার জীবনের সবচেয়ে বড় প্রেমের গল্পটি নিজের সঙ্গেই। আশা করি, আপনাদেরও তা-ই হবে।’
Comments are closed.