মুস্তাফিজ এখনও শিখছেন
বাংলাদেশের সেরা বোলার ধরা হয় মুস্তাফিজুর রহমানকে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাঁহাতি পেসার। তাঁর বোলিংয়ে ধার নেই আগের মতো। সাদামাটা বোলিংয়ে ব্যাটারদের কাছে হন তুলোধুনো। সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজের।
তবে এই সময়টা থেকে বের হওয়ার চেষ্টা করছেন মুস্তাফিজের। চেষ্টা করছেন নিজের উন্নতি করার। ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন মুস্তাফিজ জানালেন, উন্নতির জন্য এখনও শিখছেন তিনি।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচের আগের দিন বিসিবির এক ভিডিও বার্তায় মুস্তাফিজ বললেন, ‘আপনারা না পেতে পারেন (আগের মুস্তাফিজকে), আমি তো মনে করি, অপারেশনের পর (২০১৬ সালের আগস্টে) আমার এক-দেড় বছর ভালো পারফরম্যান্স ছিল না। এরপর তো আমি মনে করি (আগের থেকে ভালো।’
এরপর মুস্তাফিজ বলেন, ‘শেখার তো শেষ নেই, উন্নতি প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য যে বিশ্বের ভালো ভালো বোলারদের মধ্যে কীভাবে থাকা যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি এখনও।’
শুধু দেশের বাইরে নয়, সাম্প্রতিক সময়ে এশিয়ার মধ্যেও খুব একটা উজ্জ্বল নন মুস্তাফিজ। কাটার মাস্টার বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরের উইকেট খুব ভালো, ‘ট্রু’ উইকেট থাকে। এটার কারণে হতে পারে। আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার, সবসময়ের জন্য। এশিয়ার ভেতরে দেখবেন, অন্য দলের ১৫০ রান করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে ২০০ রান করলেও নিরাপদ নয়। এই কারণে ইকোনোমি (ওভারপ্রতি রান) বাড়তে পারে। আমার যেটা মনে হয়।’
Comments are closed.