মেগাস্টার চিরঞ্জীবীর সিনেমায় সালমান!

0 ১৯০
চিরঞ্জীবী-সালমানের এক সিনেমায় কাজের গুঞ্জন। ছবি : সংগৃহীত

তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী তাঁর ১৫৩তম সিনেমার শুটিং শুরু করেছেন, যেটি মালয়ালাম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ সিনেমার তেলেগু রিমেক। সিনেমাটি পরিচালনা করছেন জয়ম মোহন রাজা। এ পরিচালকের সঙ্গে চিরঞ্জীবীর এটাই প্রথম কাজ।

বলিউড বাবল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, লাইভ মিররসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর, গুঞ্জন উঠেছে, চিরঞ্জীবীর সিনেমায় না কি কাজ করবেন বলিউড সুপারস্টার সালমান খান।

খবরে প্রকাশ, সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তাঁর ভূমিকা হবে দীর্ঘ। এরই মধ্যে নাকি সালমান খান তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সত্য হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর প্রথম কাজ। রুপালি পর্দায় এ দুই মহাতারকাকে দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

গত শুক্রবার হায়দরাবাদে চিরঞ্জীবীর ১৫৩তম সিনেমার শুট শুরু হয়। পরিচালক জয়ম মোহন রাজা সামাজিক পাতায় শুটিং সেটের ছবিও প্রকাশ করেছেন।

খবরে আরও বলা হয়েছে, তারকা অভিনেত্রী নয়নতারা ও সত্যদেব ‘লুসিফার’ সিনেমার রিমেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটি প্রযোজনা করছেন এন ভি প্রসাদ, সহ-প্রযোজক কোনিডেলা প্রোডাকশন কোম্পানি।

Leave A Reply

Your email address will not be published.