মেছতা প্রতিরোধে করণীয়
স্বাস্থ্য ডেস্ক : সূর্যের আলোর সংস্পর্শে আসা, বংশগতি, ওরাল কনট্রাসেপটিভ পিলের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি মেছতার কারণ। মেছতা থেকে পরিত্রাণের জন্য সূর্যের আলো এড়িয়ে চলতে হবে। সকালে বের হলে, অবশ্যই সানব্লক ব্যবহার করতে হবে।
মেছতার বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। টপিক্যাল চিকিৎসা রয়েছে আমাদের দেশে বিভিন্ন ধরনের। যেমন : হাইড্রোকুইনন টু পারসেন্ট থেকে ফোর পারসেন্ট ব্যবহার। বিভিন্ন ধরনের কম্বিনেশন, যেমন : ক্লিন মেন ফর্মুলা ব্যবহার। এগুলো খুব প্রচলিত চিকিৎসা মেছতার জন্য। ক্যামিক্যাল পিলিং করা যায়। বিভিন্ন ধরনের গ্লাইকোলুইড এসিড দিয়ে চিকিৎসা করা হয়। মেছতার জন্য এখন আমাদের দেশে লেজারও করা হয়।
সাধারণ মানুষ যারা সানব্লক কিনতে পারবেন না, তারা কালো রঙের পোশাক এড়িয়ে যাবে। কারণ, কালো রঙের পোশাক সূর্যের আলো শোষণ করে। বাইরে গেলে ছাতা ব্যবহার করবে। ফুল স্লিভ জামা পরবে। যতটা সূর্যের আলো এড়িয়ে যাওয়া যায় ততটা ভালো। সানব্লক এখন বিভিন্ন কোম্পানির বের হয়েছে। সানব্লক খুব বেশি দামি নয়।
ব্রেকিংনিউজ/