মেয়র প্রার্থী লিটনের পক্ষে ঢাকাস্থ রাজশাহীবাসী’র উদ্যোগে গণসংযোগ ও প্রচারপত্র বিলি

0 ২১২

স্টাফ রিপোর্টার: আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার (০৮ জুন) ঢাকাস্থ রাজশাহীবাসী’র উদ্যোগে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীদের মাঝে নৌকার প্রার্থী লিটনের পক্ষে প্রচারণা চালানো হয়। এদিন বিকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তারা রাজশাহীর উন্নয়নের স্বার্থে আবারও খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল আলম সোহেল আরেফীন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হাসান রুবন, রুয়েটের সাবেক ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ তুহিন, গোলাম মাওলা, শেখ হেলাল, রনি, রিপন মন্ডল, রুশো, জুরিখ, হাসান মুনির সুমন, মনির প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.