মেসিকে নিয়ে যা বললেন পোপ
স্পোর্টস ডেস্ক: মেসি ঈশ্বর নয়, বরং ঈশ্বরের এক অসামান্য সৃষ্টি- আর্জেন্টাইন ফুটবল জাদুকর সম্পর্কে এমন মন্তব্যই করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
তিনি বলেন, ‘অনেকেই মেসিকে ‘ঈশ্বর’ মনে করেন। কিন্তু আমি তা বিশ্বাস করি না। জানি, লোকে ওর প্রতি ভালোবাসা বোঝাতেই এরকম বলে। তবুও এটা ঠিক নয়।’
রবিবার (৩১ মার্চ) স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতায় দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
পোপ বলেন, ‘মেসিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা পাপ। ভাবনাটাও অপবিত্র। কারণ সে ঈশ্বর নয়, বরং ঈশ্বরের এক অসামান্য সৃষ্টি। ’
তিনি বলেন, ‘আপনি বলতে পারেন মেসিকে পচ্ছন্দ করি। কিন্তু পূজনীয় একমাত্র ঈশ্বর।’
পোপকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কি তিনি মনে করেন না, মেসি ভাল ফুটবলার? জবাবে তিনি বলেছেন, ‘অবশ্যই, মেসি দুর্দান্ত ফুটবলার। কিন্তু ঈশ্বর নন।’
সূত্র: ব্রেকিংনিউজ/