মেসিকে পেতে কঠিন সিদ্ধান্ত মার্টিনেজের

0 ২০৮
লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : এএফপি

ফরাসি ক্লাব পিএসজিতে থাকছেন লিওনেল মেসি না নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন—এই ইস্যুতে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়। এমন অনিশ্চয়তার মাঝেই মেসিকে দলে পেতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

মঙ্গলবার (২৩ মে) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পিএসজির জার্সিতে খেলতে গিয়ে বেশ কয়েকবার ভক্তদের রোষানলে পড়তে হয়েছিল মেসিকে। যা মোটেও সহ্য হয়নি জাতীয় দলে মেসির সতীর্থ মার্টিনেজের। নিজের বেতন কমিয়ে হলেও মেসিকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলাতে চান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ জানান, ‘পিএসজি সমথর্করা যদি মেসিকে দুয়ো দেয়। তাহলে আমি মেসিকে বলব, তুমি অ্যাস্টন ভিলায় চলে আসো। আমরা তোমাকে খাওয়াব। আমি প্রতি সপ্তাহে রোস্ট করি। এখানে আমাদের ভালো সময় কাটে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি মেসিকে পাওয়াটা মোটেও সহজ হবে না। তবে আমার বেতন কমিয়ে হলেও আমি মেসিকে দলে চাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মেসি বিশ্বকাপে আমাকে শিখিয়েছেন কীভাবে কঠিন পরিস্থিতিতে স্নায়ুচাপ ধরে রাখতে হয়।’

অবশ্য বাস্তবতার বিচারে মেসিকে পাওয়া বেশ কঠিন অ্যাস্টন বিলার মতো ক্লাবের জন্য। কারণ আর্জেন্টাইন ‍সুপারস্টারকে দলে পেতে একাধিক ক্লাব বিপুল পরিমাণ অর্থ নিয়ে বসে আছে। যার মধ্যে অন্যতম সৌদি ক্লাব আল হিলাল। ক্লাবটি মেসির জন্য ৫০০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি। সতীর্থ মার্টিনেজের ডাকে সাড়া দিয়ে অ্যাস্টন ভিলায় যোগ দেন কিনা মেসি, তাই এখন দেখার বিষয়।

Leave A Reply

Your email address will not be published.