মেসির কাছে বার্সার অধিনায়ক হতে পারা বিশেষ কিছু

0 ২৯৩
বার্সা তারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

গত মৌসুম ধরে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল বার্সেলোনা। গত মৌসুম শেষ করেছে ট্রফিশূন্য থেকে। এবারও এরই মধ্যে বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। লা লিগার সমীকরণও কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে একটি শিরোপা জেতা খুব দরকার ছিল স্প্যানিশ ক্লাবটির। কোপা দেলরের ফাইনাল এনে দিল সেই উপলক্ষ্য। অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে কোপা দেলরের চ্যাম্পিয়ন হয়েছে কাতালান ক্লাবটি।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাত ধরে শিরোপা খরা কাটল বার্সার। অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতলেন মেসি। দারুণ সাফল্যর জন্য খুশি বার্সা অধিনায়ক। জানালেন, বার্সার অধিনায়ক হতে পারা বিশেষ কিছু।

 

ম্যাচশেষে বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই ক্লাবের অধিনায়ক হতে পারা বিশেষ কিছু। এবারের কোপাও আমার জন্য বিশেষ। কারণ, আমি (অধিনায়ক হিসেবে) শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছি।’

 

তবে করোনার কারণে ভক্তদের সামনে শিরোপা উৎসব করতে না পারায় আক্ষেপ করলেন মেসি, ‘ভক্তদের সঙ্গে শিরোপা জয় উদযাপন করতে না পারার বিষয়টি দুঃখজনক। আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটা ভীষণ হতাশার। কোপা সবসসময়ই বিশেষ এবং এই শিরোপা জয়ে ভক্তরা খুবই আনন্দিত হয়। আর এই দুটি ক্লাব ফাইনালে খেলতে অভ্যস্ত এবং উপভোগও করে।’

 

গত মৌসুম থেকে বার্সার ছন্দপতন নিয়ে অধিনায়ক বলেন, ‘মৌসুমের প্রথম অংশে আমাদের শুরুটা বেশ কষ্টদায়ক ছিল। অযথাই আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। তবে ধীরে ধীরে আমরা শক্তিশালী হচ্ছি, ভালো খেলছি এবং আমরা এখন শিরোপার দৌড়ে আছি। দুর্ভাগ্যজনকভাবে সেদিন ক্লাসিকোতে আমরা ভালো একটা ফল আনতে পারিনি।’

 

সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে গতকাল শনিবার দিবাগত রাতে ফাইনালে বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় এই নিয়ে রেকর্ড ৩১টি শিরোপা জিতল কাতালান ক্লাবটি। দলের হয়ে জোড়া করেন লিওনেল মেসি। সঙ্গে জালের দেখা পান আন্তোইন গ্রিজম্যান ও ফ্রেংকি ডি ইয়ং।

 

Leave A Reply

Your email address will not be published.