মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসবে : স্বাস্থ্যের ডিজি

0 ৩৫৭
মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসবে বাংলাদেশে। ছবি : সংগৃহীত

মে মাসের প্রথম দিকে বাংলাদেশে করোনাভাইরাসের আরও ২১ লাখ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘২১ লাখ টিকার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বাকি এক লাখ টিকা কোভ্যাক্স থেকে, ফাইজার উৎপাদিত।’ চীন উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাকের পাঁচ লাখ ডোজ দিচ্ছে বলেও জানান তিনি।

 

আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

 

খুরশীদ আলম আরও বলেন, ‘চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার হিসেবে দেবে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক এর অনুমোদন দিয়েছেন। এটা গ্রহণ করা হবে। গ্রহণ করার পর আমাদের যাঁরা নীতি-নির্ধারক আছেন, তাঁরা সিদ্ধান্ত নেবেন, কখন কীভাবে প্রয়োগ করা হবে।’

 

এদিকে, করোনাভাইরাসের টিকা পেতে চীনসহ ছয়টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের অন্য দেশগুলো হচ্ছে চীন, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

 

Leave A Reply

Your email address will not be published.