
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি পাবনায় নিজের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করায় তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সেলিম রেজা হাবিবকে দেওয়া চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে গত ১ অক্টোবর আপনি নিজ এলাকা পাবনা-২ নির্বাচনী আসনে মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করেছেন বলে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
এ ধরণের কর্মকাণ্ড সংঘটন নিঃসন্দেহে দলের সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল। সুতরাং দলীয় সিদ্ধান্তের প্রতি অবজ্ঞার কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না,
তার যথাযথ কারণ দেখিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেলের বহর বা অন্য কোনো যানবাহন শোভাযাত্রা পরিহার করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি।
এছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।
বিএনপির নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনকে এই চিঠি পাঠানো হয়।