
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে পাওনা টাকা চাওয়ায় মুদি ব্যবসায়ীকে কিশোর গ্যাং এর ছেলেরা ইট দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে আহত করেছে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম। তার মাথায় ২টি সেলাই পড়েছে। মুখ, চোখ, ডান হাতে ছেলা ফুলা বেদনাযুক্ত জখম রয়েছে। এঘটনায় ব্যবসায়ী আত্মীয় স্বজন ও এলাকাবাসি কিশোর গ্যাং এর উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
একপর্যায় রফিকের চিৎকারে স্থানীয় কিছু লোকজন আগাইয়া আসিলে চুরি চাকু বাহির করিয়া তাকে প্রাণ মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তার অবস্থা আশংকাজনক দেখিয়া জনৈক হাসিবুর রহমান তাকে উদ্ধার করে স্থানীয় রুহুল আমিন ফার্মেসীতে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেও তারা চিকিৎসা দেওয়ার কারণে ফার্মেসীতে হামলা চালিয়ে ফ্রিজসহ দোকানের ওষধপত্র ফেলিয়া তান্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন ও জখমীকে মেরে তার পকেটে থাকা পয়তাল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা জোরপূর্বক কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন ।
থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের নামে অভিযোগ থাকায় তারা আমাকে দোকান খুলতে দিবেনা মর্মে বিভিন্ন লোক মারফতে হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এলাকায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। যারা তাদের বিরুদ্ধে মুখ খুলেছে তারাই মার খেয়েছে। জেলখানা যাওয়া আসা তাদের কাছে তুচ্ছ ঘটনা মাত্র।