মোহনপুরে উচ্ছেদসহ নিষিদ্ধ পলিথিন জব্দ

0 ৩৯
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ বস্তা পলিথিন জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ এ পলিথিন মজুদ রেখে কেশরহাট বাজারে নিয়মিত বিক্রি করছিলেন মাসুদ রানা নামের এক পাইকারি ব্যবসায়ী। পলিথিন জব্দ করার পর মাসুদ রানাকে ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। এর আগে সকাল ১০ টার দিকে কেশরহাট বাজারের কামার পট্টিতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় পৌর এলাকার ফুলশো গ্রামের আব্দুল মতিনের টিন সেড ঘর গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন, কেশরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহাবুর উর রশিদ, থানা পুলিশের সদস্যরাসহ আনসার সদস্যরা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কেশরহাট বাজারে সরকারি জায়গায় দোকান করায় তা উচ্ছেদ করা হয়েছে। পরে ফুলশো গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানার ৯০ বস্তা পলিথিন জব্দ করে ৫০০ টাকা জরিমানা আদায় করে তাকে কঠোর ভাবে সর্তক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.