মোহনপুরে জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার আটক

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০শে সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে মৌগাছি ইউনিয়ন এরিয়ার মধ্যে মোহনপুর থানা পুলিশ তাকে আটক করেন।
এই বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন,পার্শ্ব লিখিত সময়ে মোহনপুর থানার মামলা নং ৮, তারিখ ২১/৮/২৪, মোহনপুর থানার মামলা নং ৯, তারিখ ২১/৮/২৪, মোহনপুর থানার মামলা নং ৪, তারিখ ০১/৮/২৪, মোহনপুর থানার মামলা নং ১৫, তারিখ ২৫/৮/২৪, মোহনপুর থানার মামলা নং ১, তারিখ ২/৯/২৪,মোহনপুর থানার মামলা নং ৮, তারিখ ২১/৮/২৪, এর আসামী আনোয়ার হোসেনকে প্রয়োজনীয় পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইল।