মোহনপুরে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭২

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, অফিসার ইনর্চাজ(ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা বিপুল কুমার মালাকার, মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সরকার তপন, সুরজিৎ কুমার সরকার সহ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ।

করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুর্গাপূজা উদযাপনের উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।

মোহনপুর উপজেলা দূর্গা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এ বছর ২১ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

Comments are closed.