মোহনপুর প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত ছয় প্রার্থী মনোনয়নপত্র দিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত দিক নির্দেশনামুলক সভা শেষে তারা উপজেলা রিটানিং অফিসারের কাছে নিজ নিজ মনোনয়নপ্রত্র দাখিল করেন ধূরইল ইউনিয়ন নৌকার প্রার্থী দোলোয়ার হোসেন, মৌগাছি ইউনয়িনে আল আমিন বিশ্বাস, ঘাসিগ্রাম ইউনিয়নে ঘাসিগ্রাম ইউনিয়নে আজাহারুল ইসলাম বাবলু, রায়ঘাটি ইউনিয়নে বাবলু হোসেন, বাকশিমইল ইউনিয়নে অধ্যাপক আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়নে হযরত আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,
সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন করিবাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামানসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাদানের শেষ দিন আজ মঙ্গলবার ২ নভেম্বর । আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
Comments are closed.