মোহনপুরে পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

0 ১৪৪

মোহনপুর প্রতিনিধি: জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মোহনপুর পরিসংখ্যান অফিসের আয়োজনে মোহনপুর উপজেলা পরিষদ হতে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রা।

শোভাযাত্রাটি মোহনপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মান্নান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ^াস, দেলোয়ার হোসেন ।

সভায় বক্তারা বলেন, জাতীয় আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন প্রকাশ করে আসছে পরিসংখ্যান অফিস। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রণীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রকৌশলপত্র প্রণয়নসহ এসডিজি অর্জনের বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সমাজকর্মসংস্থান, আইসিটি ব্যবহার পরিসংখ্যান সহ সব উন্নয়ন প্রকল্প তথ্য গতিশীল করছে।

Leave A Reply

Your email address will not be published.