মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে ১ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম অরনা আফরোজ। মোশারফের একমাত্র সন্তান। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে ডুবে মারা যায়। চারপাশ খোঁজাখুজির পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মৃতের সুরুতহাল প্রতিবেদন সংগ্রহ করে। তবে পরিবারের পক্ষ হতে অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হলে বিকালে দাফন সম্পন্ন হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকার কারণে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Comments are closed.