
অভিযোগ সূত্রে জানা গেছে, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জনসাধারণ চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। বিলের ধারে অবস্থিত ৪ টি পল্ট্রি শিল্প, ৬ টি মৎস্য চাষ প্রকল্প, ৩টি বসতবাড়ি, কৃষি ফসলী উৎপাদন, ফসল তোলা নামানো, পান বরজসহ যাবতীয় বিষয় তদারকি ও পরিচর্যার জন্য যোগাযোগের একমাত্র রাস্তা এটি। যা বন্ধ করে দেয়ায় বিপদে পড়েছে রাস্তাটি দিয়ে চলাচলরত পথচারীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, রাস্তাটি সরকারি জায়গায় কিনা সেটি দেখতে হবে। পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।