মোহনপুরে মীনা দিবস পালন

১৪৮

মোহনপুর প্রতিনিধি :“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর উপজেলার মীনা দিবস-২০২২ পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে গল্পবলী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাত্জ্ ুজোহুরা । বক্তব্য প্রদান করেন শিক্ষা অফিসার রশিদা ইয়াসিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা , উপজেলা সহকারী শিক্ষা আব্দুস সামাদ ,মুনমুন সুলতানা, প্রধান শিক্ষক ও কার্যকর কমিটির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মীনা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত গল্পবলী, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments are closed.