মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজার ফুটবল একাডেমি আয়োজিত ১দিন ব্যাপী ফুটবল টুর্ণামেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপী ফুটবল খেলায় ৮টি দল অংশ গ্রহণ করে।
শেষে পবা উপজেলার মদনহাটি ফ্রেন্ডস ক্লাব বনাম মোহনপুর উপজেলার ধুরইল বন্ধু একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে। পরে খেলাটি ট্রাইবেকারে গড়ালে মদনহাটি ফ্রেন্ডস ক্লাব ৫ গোল ও ধুরইল বন্ধু একাদশ ৬ গোল করে ধুরইল বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়।
উপহার হিসেবে চ্যাম্পিয়ন দল ধুরইল বন্ধু একাদশকে প্রাইজমানি ১৬ হাজার টাকা। রানার আপ দল মদনহাটি ফ্রেন্ডস ক্লাবকে ১৪ হাজার টাকা দেওয়া হয়েছে।
খেলায় সভাপতিত্ব করেন ধুরইল ইউপি ৪নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য সামসুল হুদা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকদল সদস্য সচিব আব্দুল করিম মন্ডল, ধুরইল ইউপি বিএনপি সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ রাজ্জাক চৌধুরী, সাহিত্য সাংস্কৃতি সম্পাদক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দল সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, রাবি ছাত্রদল নেতা তুহিনুল ইসলাম, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম (কালিম), সম্পাদক দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী মোল্লা,৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ইদল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মহব্বত আলী, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, মাশরাফি, এনামুল, জাকারিয়া, ফিজুরসহ শত শত ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।
খেলাটি ধুরইল ইউপি’র যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল হক রিপন, সাদিকুল ইসলাম ও সাদ্দাম হোসেনের পরিচালনায় প্রধান রেফারি ছিলেন রফিকুল ইসলাম মীর, সহকারি মিলন মাহমুদ, আফসার আলী ও মোঃ রফিক। ম্যান অব দ্যা ম্যাচ বন্ধু একাদশের গোলকিপার রিপন। বিশিষ্ট ধারাভাষ্যকর ও উপস্থাপক মোহনপুর উপজেলার ইশারুল হক ও অধ্যাপক বাগমারা উপজেলার নজরুল ইসলাম মীর।