মোহনপুর প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) শিক্ষা সহায়ক তহবিলের অর্থিক সহযোগিতায় এবং সচেতন সোসাইটি বাস্তবায়নে। সচেতন তানোর এলাকা কর্তৃক আয়োজিত ৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পেল ১২ হাজার টাকার শিক্ষা বৃত্তি চেক। মোহনপুর উপজেলার শাখা কার্যালয়ে মঙ্গলবার বেলা ৩ শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়।
মোহনপুর শাখা অফিস কক্ষে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকা ব্যবস্থাপক তানোর আনোয়ার হোসেন । স্বাগত বক্তব্য প্রদান করেন মোহনপুর শাখা ব্যবস্থাপক দোলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন মোহনপুর সরকারি কলেজ প্রভাষক মফিজুর রহমান মধু।
বিশেষ অতিথি উপ-পরিচালক সচেতন সোসাইটি এ,টি,এম শাহরিয়া ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান, ফাতেমা , জুলেখা খাতুন , তাপস শিকদার প্রমুখ। পাউলিনা হেমব্রম, শিখারানী,তানিন খাতুন, খাজিা খাতুন, মহি উদ্দিন প্রত্যেকে বার হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন দূর্গাপুর কানপাড়া শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
Comments are closed.