মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযর্থ মযার্দা ও শোকাবহ পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মোহনপুর কেশরহাট পৌর সভা ঐতিহ্যবাহী সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসা ১৫ আগষ্টের শোক দিবস অনুষ্ঠানের দোয়া মিলাদ মাহফিল আয়োজন করে।
দোয়া মাহফিল পরিচালনা করেন সাঁকোয়া- বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের।
অন্যান্যদের মধ্যে মাদ্রাসার উপাধ্যক্ষ ও মোহনপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, আই সি টি প্রভাষক মোঃ আবু বকরসহ শিক্ষক, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।