‘যাঁরা র‍্যাবের বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়ারণ্য চান’

২০৮
চট্টগ্রাম আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে শনিবার বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

সরকার দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে র‍্যাবের ভূমিকার কারণে মাদক নিয়ন্ত্রণে আমরা অনেকটা সফলতা দেখাতে সক্ষম হয়েছি। যাঁরা আজ র‍্যাবের ভূমিকা নিয়ে কথা বলছেন, তাঁরা আসলে চান—দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়ারণ্য হোক এবং মাদক আরও ছড়িয়ে পড়ুক। অন্যথায় র‍্যাবের বিরুদ্ধে তাঁরা ঢালাওভাবে কথা বলতে পারেন না।’

চট্টগ্রাম আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আজ শনিবার দুপুরে মন্ত্রী এসব কথা বলেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ মুজিবুল হক।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্রে যেখানে প্রচুর মানুষ নিখোঁজ হয়, তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো কোনো কথা বলে না। অথচ একসময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা র‍্যাবের বিরুদ্ধে এখন কথা বলার পেছনে ‘কিন্তু’ আছে।

Comments are closed.