যাকাতের অর্থ বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল জলিল

0 ৩১২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলায় যাকাতের সংগৃহীত অর্থ ৫৪ জন আবেদনকারীর মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (২৮জুন) সকালে জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর সম্মেলন কক্ষে আবেদনকারীদের হাতে যাকাতের সংগৃহীত অর্থ (টাকা) তুলে দেন।

আঠারো জনকে ৫ হাজার ৫০০ টাকা এবং অপর ছত্রিশ জনকে ৪ হাজার ১০০ টাকা করে মোট ২ লাখ ৪৭ হাজার টাকা আজ বিতরণ করা হয়। উপকারভোগী সকলে রাজশাহী মহানগরের বাসিন্দা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক মুহাম্মদ জালাল আহমদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। করোনাকালে যাকাতের অর্থ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave A Reply

Your email address will not be published.