যারা মুখে বেশি বেশি গণতন্ত্রের কথা বলে, তাদের অন্তরেই স্বৈরাচার: সেতুমন্ত্রী

0 ২৪৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা মুখে বেশি বেশি গণতন্ত্রের কথা বলে, তাদের অন্তরেই স্বৈরাচার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যারা নির্বাচন বানচাল করতে অগ্নিসন্ত্রাস সৃষ্টি করেছিল, তাদের মুখে সন্ত্রাসের অভিযোগকে ভুতের মুখে ‘রাম নাম’ হিসেবেও আখ্যা দেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরো বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ কর্মী প্রয়োজন। আজকের শিশুরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করবে বলেও মনে করেন তিনি। যারা দেশে নেতিবাচক রাজনীতি করে, তাদেরকে চিহ্নিত করার আহবানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave A Reply

Your email address will not be published.