যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা ইরানের
প্রায় চার বছর আগে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি। সোলেইমানিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। তেহরানের একটি আদালত আজ বুধবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছেন। খবর এএফপির।
ইরানের অনলাইন নিউজ এজেন্সি মিজান জানিয়েছে, তেহরানের একটি আদালত তিন হাজার ৩০০ জনেরও বেশি ইরানির করা মামলায় বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতি হিসেবে মার্কিন সরকারকে ৪৯ দশমিক সাত বিলিয়ন ডলারের জরিমানা করা হয়েছে।
মামলায় ৪২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত, যার মধ্যে ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ও মার্কিস সরকার রয়েছেন।