যেসব সিনেমা হলে দেখা যাবে ‘লিডার, আমিই বাংলাদেশ’

0 ২৬২

ঈদ ধামাকা মানেই চিত্রনায়ক শাকিব খান। আসন্ন ঈদুল ফিতরে এই নায়কের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’। আর তাই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মুক্তির আগেই সিনেমাটির টিজার, দুটো প্রকাশিত গান নিয়ে বেশ আলোচনা চলছে সিনেমাপাড়া ও দশর্কমহলে।

দর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি ১০০ হলে মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন। সেই ধারাবাহিকতায় সারাদেশের ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। আরটিভি নিউজকে এমনটাই জানিয়েছেন, চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান। ঈদুল ফিতরের দিন থেকে সিনেমাটি একযোগে দেখা যাবে সারাদেশে।

একনজরে দেখে নিন ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমা হলের নামগুলো।

(স্টার সিনেপ্লেক্স) বসুন্ধরা সিটি, ঢাকা। (স্টার সিনেপ্লেক্স) মিরপুর, ঢাকা। (স্টার সিনেপ্লেক্স) বিজয়সরণি, ঢাকা। (স্টার সিনেপ্লেক্স) চট্টগ্রাম। (স্টার সিনেপ্লেক্স) রাজশাহী। লায়ন সিনেপ্লেক্স, জিঞ্জিরা ঢাকা। চিত্রামহল, ঢাকা। ব্লক বাস্টার যমুনা ঢাকা। (সেনা অডিটেরিয়াম) ঢাকা। চাঁদমহল, কাঁচপুর ঢাকা। (আনন্দ) ঢাকা। (বিজিবি) ঢাকা। (মধুমিতা) ঢাকা। (সেনা অডিটোরিয়াম) সাভার।

(ছায়াবানী) ময়মনসিংহ। (শাপলা) রংপুর। (চন্দ্রিমা) শ্রীপুর। (চিত্রালি) খুলনা। (মুন) মুক্তাগাছা, ময়মনসিংহ। (রাজ) কুলিয়ারচর, কিশোরগঞ্জ। (রাধানাথ) শ্রীমঙ্গল, সিলেট। (আশা) মেলান্দাহ, জামালপুর। (লাবনী) সাতক্ষীরা। (শঙ্খ) খুলনা। (রূপকথা) শেরপুর। (মধুমতি) ভৈরব, কিশোরগঞ্জ। (ময়ুরী) বাগাআঁচড়া যশোর। (বানী) আলেকজান্ডার, লক্ষ্মীপুর। (অভিরুচি) বরিশাল। (গৌরী) শাহাজাদপুর, সিরাজগঞ্জ। (রূপকথা) পাবনা। (সুগন্ধা) চট্টগ্রাম। (তাজ) নওগাঁ। (ছন্দা) হাসনাবাদ, নরসিংদী। (ক্লিওপেট্রা) ধুনোট, বগুড়া। (পান্নাহ) মুক্তারপুর, মুন্সিগঞ্জ। (সবুজ) চরফ্যাশন, ভোলা। (মনিকা) সায়েস্তাগঞ্জ, সিলেট। (রাজমহল) চাঁপাইনবাবগঞ্জ। (চলন্তিকা) ঘোপালদী, নারায়ণগঞ্জ। (রাজতিলোক) কাটাখালী, রাজশাহী। (মল্লিকা) উল্লাপাড়া, সিরাজগঞ্জ। (মৌচাক) ভাঙ্গুরা, পাবনা।(নবিন) মানিকগঞ্জ। (মনিহার) মাধবপুর, হবিগঞ্জ। (পূর্ণিমা) কোম্পানিগঞ্জ, কুমিল্লা। (ফাইভ স্টার) দেয়াবাড়ি, গাইবান্ধা। (গীথ) ঢাকা। (বনলতা) ফরিদপুর। (মিলন) মাদারীপুর। (রংধনু) নজিপুর, নওগাঁ। (তাজ) গাইবান্ধা। (মেহেরপুর) মেহেরপুর। (চিত্রবাণী) গোপালগঞ্জ। (তিতাশ) পটুয়াখালী। (ভাই ভাই) দেওয়ানগঞ্জ জামালপুর। (নিউ মেট্রো) নারায়ণগঞ্জ। (রূপসী) ভোলা। (সাধনা) রাজবাড়ী। (মানোশী) উলিপুর, লালমনিরহাট। (ঝুমুর) জয়দেবপুর, গাজীপুর। (নন্দিতা) সিলেট। (অনতরা) নালিতাবাড়ী, শেরপুর। (চিত্রপুরী) আউলিয়া নগর, ময়মনসিংহ। (পালকি) চান্দিনা, কুমিল্লা। (সোনালী) টেকেরহাট, মাদারীপুর। (প্রিয়া) গৌরীপুর, ময়মনসিংহ।

(মডার্ণ) দিনাজপুর। (তামান্না) সৈয়দপুর, নীলফামারী। (সোনালী) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। (সোনিয়া) বগুড়া। (রোমা) ঝুমারবাড়ি, গাইবান্ধা। (ঝংকার) বকশিগঞ্জ, শেরপুর। (আনন্দ) সোমেশ্বর নগর, মৌলভীবাজার। (মোহন) হবিগঞ্জ। (অন্তর) ফুলবাড়িয়া, ময়মনসিংহ। (মমতা) মাধবদী। (বৈশাখী) কালুখালী, রাজবাড়ী। (মোনামি) খোকসা, রাজবাড়ী। (কথাচিত্র) কোটিয়াদি, কিশোরগঞ্জ। (দিপাঞ্চোল) রাজিনপুর, কুড়িগ্রাম। (নান্টুরাজ) চুয়াডাঙ্গা। (আলিম) মঠবাড়িয়া, পিরোজপুর। (আলিম) খেপুপাড়া, পটুয়াখালী। (লিপি) গলাচিপা, পটুয়াখালী। (মধুমিতা) মাগুরা। (প্রিয়া) ঝিনাইদহ। (লক্ষ্মী) শ্যামনগর, সাতক্ষীরা। (ভাই ভাই) সখীপুর, টাঙ্গাইল। (আয়না) আক্কেলপুর, জয়পুরহাট। (রাজিয়া) নাগরপুর, টাঙ্গাইল। (মাধবী) মধুপুর, টাঙ্গাইল। (আলো ছায়া) শরীয়তপুর। (আনন্দ) গুরুদাশপুর, নাটোর। (পৃথিবী) জয়পুরহাট। (সোহাগ) ঘোড়াশাল, নরসিংদী। (অবসর) বিরামপুর, জয়পুরহাট। (শংখমহল) ডুমুরিয়া, খুলনা। (পলাশ) লাকসাম, কুমিল্লা।

Leave A Reply

Your email address will not be published.