যে কারণে ইমরান-রেখার বিয়ে ভেঙে যায়
ক্রিকেটার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী। নারীদের মাঝে ইমরান খানের জনপ্রিয়তা বরাবরই আকাশছোঁয়া। সুদর্শন ইমরানের প্রেমে পড়েছিলেন বলিউডের অনেক নায়িকারা। রেখা থেকে শুরু করে জিনাত আমন, শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গে ইমরানের সম্পর্ক ছিল রীতিমতো আলোচিত।
এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইমরানের সঙ্গে বলিউড অভিনেতা রেখার প্রেম। শোনা যায়, বিয়েও নাকি প্রায় নিশ্চিত হয়েছিল দু’জনের। শুধুমাত্র রেখার সঙ্গে সময় কাটাতে অনেকবার লাহোর থেকে মুম্বাই আসতেন ইমরান খান।
ক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাদের। একটি সংবাদপত্রেও তাদের সম্পর্ক নিয়ে লেখা হয়।
এমনকি রেখার মাও চাইতেন ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনোদিন মন্তব্য করেননি রেখা।
তবে ইমরান খান সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘নায়িকাদের সঙ্গ অল্প সময়ের জন্যই ভালো লাগে। আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনো ভাবতেও পারিনি কোনো সিনেমার নায়িকাকে বিয়ে করব।’
Comments are closed.