স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট রোডের বনলতা বাণিজ্যিক এলাকায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।
২০২১-২০২২ অর্থবছরে রাকাবের দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ৪৪.৮০ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে। এ অসাধ্যকে সাধন করতে সঠিক দিক নির্দেশনা ও মনিটরিং করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকিং জগতের অতি পরিচিত মুখ মোঃ আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি এসএম আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিবিএর সহঃ সাধারণ সম্পাদক আশরাফুল হক নিজামী, অর্থ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিথুন রায়, দপ্তর সম্পাদক আনোয়ার সাদাৎ।
স্বল্প সময়ের মধ্যেই এমডির গতিশীল নেতৃত্বে রাকাব ডিজিটাল ব্যাংক হিসেবে গড়ে উঠেছে। এনালগ ব্যাংকিং এর বলয় থেকে বেরিয়ে এসে ব্যাংকটির ৩৮৩ টি শাখায় শতভাগ সিবিএস বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ব্যাংকিং এর সকল ই-ব্যাংকিং (আরটিজিএস, ইএফটি, চালান, এনআইডি যাচাইকরণ) কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রাহকের ই-ব্যাংকিং সেবাকে সহজতর করার লক্ষ্যে ইতি মধ্যে মোবাইল এপিপিএস চালু করা হয়েছে যাতে ঘরে বসে গ্রাহকগণ সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা পাচ্ছেন।
Comments are closed.