রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু
বিডি সংবাদ টুয়েন্টিফোর ডটকম : নিরাপত্তার অজুহাতে বন্ধ রাখা গণপরিবহন অবশেষে রাজধানীতে চলাচল শুরু হয়েছে। এছাড়াও ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সকাল থেকেই বাস চলাচল শুরু হয়। তবে যেটা সীমিত আকারে। ফলে বিভিন্ন স্ট্যানে কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছিলেন- ঢাকাসহ সারা দেশে আজ সোমবার থেকে যানবাহন চলাচল করবে।
সকাল সাড়ে সাতটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দেখা যায়, বৃষ্টির মধ্যে কিছু দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে। গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে পুলিশের চেকপোস্ট আছে। ঢাকার দিকে যেসব বাস ঢুকছে, সেগুলোর কাগজপত্র, চালকের লাইসেন্স পুলিশ তল্লাশি করছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় উড়াল সেতুর ঢালে রাস্তার পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর বাস তুলে দেন জাবালে নূর পরিবহনের চালক। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় প্রায় ১৫ জন। এ ঘটনার পরপরই দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কে দাবিতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে তারা। তাদের এই আন্দোলন অভাবনীয় সাড়া জাগায়। কিছু জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে রাজধানীসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রেকিংনিউজ/